সিলেটে ফুট ওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৫, ১২:০৭ অপরাহ্ণসিলেট পোষ্ট রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত ফুট ওভার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আজ বৃহস্পতিবার।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিত বিকেল সোয়া ৪টায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে। বিকেল ৪টায় নগরীর কুমারপাড়ায় নয়তলা বিশিষ্ট সিটি কর্পোরেশনের স্টাফ কোয়ার্টার কাজেরও ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এতে সংশ্লিট সকলের উপস্থিতি কামনা করেছেন।