টাইগারদের নতুন স্পন্সর ‘রবি

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৫, ১১:০২ অপরাহ্ণসিলেট পোষ্ট রিপোর্ট : আগামী দুই বছর জাতীয় ক্রিকেট দলের স্পন্সরের দায়িত্বে থাকবে বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি ‘রবি’গ্রামীণ ফোনকে টপকিয়ে বুধবার বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর স্বত্ব পেয়েছিল বিজ্ঞাপন সংস্থা ‘টপ অব মাইন্ড’পরের দিনই সেই স্বত্ব তারা বিক্রি করেছে মোবাইল ফোন প্রতিষ্ঠান রবি আজিয়েটা লিমিটেডের কাছে। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মার্কেটিং কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ এ তথ্যা জানান।
তিনি বলেন, ‘আগামী দুই বছর রবি বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ ‘এ’ দল, নারী ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৯ দলের পৃষ্ঠপোষকতা করবে।’
অবশ্য আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে ‘রবি’ স্পন্সর হিসেবে থাকবে না। সে ধরনের টুর্নামেন্টে অন্য কোনো প্রতিষ্ঠানকে দলের স্পন্সর করার সুযোগ পাবে বিসিবি।
নিলামে মোবাইল ফোন প্রতিষ্ঠান গ্রামীণফোনকে পেছনে ফেলে ৪১ কোটি ৪১ লাখ টাকায় বিসিবির কাছে থেকে স্বত্ব কিনে নেয় ‘টপ অব মাইন্ড’ তবে ‘রবি’র কাছে তারা কত টাকায় বিক্রি করেছে এ বিষয়ে কিছুই বলেনি।
ক্রিকেট দলের পৃষ্ঠপোষকতা করতে পেরে উচ্ছ্বসিত ‘রবি’র চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘টাইগারদের অব্যাহত অগ্রযাত্রায় শামিল হতে পেরে আমরা আনন্দিত।’