দেশে ফিরছেন সালাহউদ্দিনের স্ত্রী

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৫, ১১:৫৪ অপরাহ্ণসিলেট পোষ্ট রিপোর্ট : বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের স্বাস্থ্যের আরো অবনতি হয়েছে। বুধবার সারারাত সালাউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ হাসপাতালেই ছিলেন। সালাহ উদ্দিন স্ত্রীকে কাছে থাকার জন্য অনুরোধ জানালে হাসিনা আহমেদ প্রথমবারের মত হাসপাতালে এ্যাটেন্ডডেন্ট হিসেবে থাকার সুযোগ পান। তবে আগামীকাল শুক্রবারই হাসিনা আহমেদ দেশে ফিরে আসতে পারেন।
হাসিনা আহমেদ সাংবাদিকদের জানান, সালাহ উদ্দিন আহমেদের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে তাকে তৃতীয় কোনো দেশে চিকিৎসার জন্যে আইনী প্রক্রিয়া শুরু হলে তিনি ফের দেশ থেকে ভারতের শিলং আসবেন।
এদিকে বিএনপি নেতা আব্দুল লতিফ জনি শিলং থেকে যাচ্ছেন। তিনি সালাহউদ্দিনের সব কিছু দেখবাল করবেন।