সিলেট পোষ্ট রিপোর্ট : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত ১৫ দিনের এ কর্মসূচি ঘোষণা করা হয়।
শুক্রবার বিকালে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এর মধ্যে ২৭ মে মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা, ২৮ মে বিএনপির উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, ২৯ মে আলোচনা সভা, ৩০ মে খালেদা জিয়ার নেতৃত্বে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ, সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, কালোব্যাচ ধারণ, শোক র্যালি এবং ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল ছাড়াও থাকছে ড্যাবের উদ্যোগে বিনামূল্যে রক্তদান কর্মসূচি।
অপর দিকে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে ঢাকা উত্তর ও দক্ষিণে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এছাড়া ২ জুন থেকে ১০ জুন পর্যন্ত কর্মসূচি পরে জানানো হবে বলে দলের পক্ষ থেকে বলা হয়।