সিলেটপোষ্টরিপোর্ট:সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি স্কুল ভাংচুর মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামের বাসিন্দা জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী শফিকুর রহমান লিলু ও একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গার মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ১৪ মে শফিকুর রহমান লিলুর একটি স্কুল ঘর ভেঙে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।এ ঘটনায় শফিকুর রহমান লিলু বাদী হয়ে গত ২১ মে প্রতিপক্ষের ৩৩ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে ওই দিন বৃহস্পতিবার রাতে এ মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এস আই মঈন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ আসামীদের বাড়িতে অভিযান চালিয়ে মামলার আসামী পূর্ব ভবানীপুর গ্রামের বাসিন্দা মৃত আরব আলীর ছেলে আকিকুল হক ছুরত (৫২) ও মৃত আব্দুল গণির ছেলে আব্দুল গফুরকে (৬২) গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শুক্রবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
জগন্নাথপুরে ভাংচুর মামলার গ্রেফতার-২
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৩, ২০১৫ | ১২:২৪ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »