নিজস্ব প্রতিবেদক : বার বার পেছানোর পর অবশেষে সিলেটের তামাবিল হয়ে শিলং পৌছেছে বাংলাদেশি যাত্রীবাহী বাস। শনিবার সকাল ১১টায় বিআরটিসির শ্যামলী পরিবহনের বাসটি যোগাযোগ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. আজহারুল ইসলাম খাঁনসহ সরকারের উচ্চপদস্থ ২২জন কর্মকর্তা ও বাসের পাঁচজন স্টাফ নিয়ে শিলংয়ের উদ্দেশ্যে তামাবিল শুল্ক স্টেশন হয়ে ভারতের ডাউকিতে প্রবেশ করে। গত শুক্রবার বিকেলে শিলং ও গোহাটির উদ্যেশ্যে ঢাকা থেকে ছেড়ে বাসটি সিলেট পৌছে। রাতে সিলেটের সার্কিট হাউসে যাত্রীরা রাত্রী যাপন শেষে শনিবার সকাল ৯টায় ২২ জন যাত্রী নিয়ে বাসটি তামাবিল জিরো পয়েন্টে পৌছে। দুই ঘন্টা যাত্রা বিরতি ও ইমিগ্রেশন সংক্রান্ত কাজ শেষে বেলা ১১টায় বিআরটিসি’র শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৮৪০৫) বাসটি ডাউকিতে প্রবেশ করে।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, ঢাকা থেকে সিলেটের তামাবিল হয়ে শিলং-গোহাটি বাস সার্ভিসের মাধ্যমে দু দেশের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। সিলেটের উপর দিয়ে বাস সার্ভিসটি চালুর মাধ্যমে বৃহত্তর সিলেটের মানুষের সঙ্গে শিলং ও আসামের আত্মীয় স্বজনের সহজতর যোগাযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য গত ২ মে এ সার্ভিসটি চালুর কথা থাকলেও জটিলতার কারণে তা চালু হয়নি। পরবর্তীতে ১৩ মে যাবার কথা শোনা গেলেও তা হয়নি।