জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০১৫, ১১:২০ অপরাহ্ণসিলেট পোষ্ট রিপোর্ট : সিলেটের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১ শিশু । শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার সিলেট-তামাবিল মহা ড়কের দরবস্ত দামড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেট-তামাবিল মহাসড়কে প্রায় ২ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়- শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত দামড়ী এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাকের (চুয়াডাঙ্গা-ট-১১-০৫৯৬) ধাক্কায় গুরুত্বর আহত হয় উপজেলার উত্তরকাঞ্জর গ্রামের নুর উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (১২)। স্থানীয় জনতা শিশুটিকে দ্রুত উদ্ধার করে সিলেট এম.এ.জি হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পর তরিকুল মারা যায়।
তরিকুলের মৃত্যুর সংবাদ দরবস্ত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘাতক ট্রাক আটক করে ইউপি চেয়ারম্যান কামাল আহমদের জিম্মায় দিলে স্থানীয় জনতা সড়ক অবরোধ তুলে নেয়।
সিলেট-তামাবিল মহাসড়কের দায়িত্বে নিয়োজিত হাইওয়ে পুলিশের এস.আই রুহুল আমিন জানান- ঘটনার পর পর ঘাতক ট্রাক আটক করা হয়। নিহত শিশু তরিকুলের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।