পুলিশি প্রতিবেদন দাখিলের নির্দেশ শিলং আদালতের

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০১৫, ৫:৪০ অপরাহ্ণসিলেট পোস্ট রিপোর্ট: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের বিষয়ে আগামী ২৯ মের মধ্যে পুলিশি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন শিলংয়ের নিম্ন আদালত। শুক্রবার একটি পিটিশন দায়ের করার পর কোনো শুনানি ছাড়াই এই নির্দেশনা দেন আদালত।
এদিকে, ইন্দিরা গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন সালাহউদ্দিন আহমেদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গত কয়েকদিন যাবৎ মূত্রনালীর সংক্রমণ ও হৃদরোগে ভুগছেন তিনি। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের ব্যাপারে শিলংয়ের নিম্ন আদালতে শুক্রবার কোনো শুনানি হয়নি। এমনকি আদালত থেকে পরবর্তী শুনানির জন্য কোনো ঘোষণা করা হয়নি। সালাহউদ্দিন আহমেদের আইনজীবী গতকাল শনিবার গণমাধ্যমকে জানান, তিনি একটি পিটিশন করেছেন মাত্র। সেই পিটিশনে তার জামিন এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে বলা হয়েছে। তবে এ ব্যাপারে আদালত কোনো শুনানি বা কোনো নির্দেশনা জারি করেননি। আদালত শুধুমাত্র বলেছেন, আগামী ২৯ তারিখ স্থানীয় পুলিশকে প্রতিবেদন দাখিল করার কথা বলা হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ জানান, আইনি প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে তারা আইনজীবী নিয়োগ করেছেন। এদিকে শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ সালাহউদ্দিন আহমেদের একটি মেডিকেল রিপোর্ট প্রকাশ করে। সেখানে তার মূত্রনালীর সমস্যাসহ গুরুতরভাবে ওজন কমে যাওয়াকে চিহ্নিত করে আগামী কয়েকদিন তার শারীরিক চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য সিদ্ধান্ত নেয়া হয়।