সিলেটপোস্টরিপোর্ট :জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামীকাল ২৫ মে থেকে ২ দিন ব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল সাড়ে ১০ টায় চিত্রাংকন প্রতিযোগীতা, সকাল ১১ টায় নজরুল একাডেমীর সামনে নজরুল প্রতিকৃতিতে নজরুল একাডেমি সহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন, বিকাল ৩টায় আবৃত্তি প্রতিযোগীতা এবং আগামীকাল ২৬ মে বিকাল ৩টায় নজরুল সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচি সফল করার জন্য নজরুল অনুরাগি সহ সর্বস্থরের জনগনের উপস্থিতি থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছন নজরুল একাডেমি সিলেটের সভাপতি সিটি কাউন্সিলর সৈয়দ মিসবাহ্ উদ্দিন ও সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ।এদিকে নজরুল একাডেমির নির্বাহী কমিটির সদস্য রজত কান্তি গুপ্তের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন নজরুল একাডেমি সিলেটের সভাপতি সিটি কাউন্সিলর সৈয়দ মিসবাহ্ উদ্দিন ও সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে প্রকৃত হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।