সিলেটপোস্টরিপোর্ট:যশোরের চৌগাছায় একদিনে ৬ জন নারী পুরুষ বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়ে একজন সফল হলেও ৫ জন ব্যর্থ হয়েছে।সোমবার বিকেলে বিষপানে মৃত্যুবরণ করেছে উপজেলার হাকিমপুর গ্রামের ওমর আলীর স্ত্রী জোসনা বেগম (২৬)। একই দিনে বিষপান করে যারা আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারা হলেন উপজেলার মনমথপুর গ্রামের হানিফ আলীর স্ত্রী বিজলী বেগম(২০),পুড়াহুদা গ্রামের ইউনুচ আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৮), সিংহঝুলি গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে আব্দুল হালিম (২২), রামভদ্রপুর গ্রামের তাহেরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৮) ও শিবনগর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে আবুল কালাম আযাদ (৪৬)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন চৌগাছা হাসপাতালের ইতিহাসে এত বিষপান করা রোগী একদিনে ভর্তি হয়নি। গৃহবধু জোসনা বেগমের মৃত্যুর কথাও স্বীকার করেন
যশোরের একদিনে ৬ জনের আত্মহত্যার চেষ্ঠা: একজনের মৃত্যু
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৬, ২০১৫ | ১:১১ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »