বরগুনায় অগ্নিকান্ড: প্রায় ২ কোটি টাকার ক্ষতি

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৫, ২:১৪ পূর্বাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:বরগুনায় অগ্নিকান্ড প্রায় ২ কোটি টাকার ক্ষতি বরগুনা পৌর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় আগুনের ভয়াবহতা কমে এলেও পুরোপুরি নেভানো যায়নি।সোমবার রাত সোয়া ১০টার দিকে মার্কেটের একটি দোকানের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই তা আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একটি চাইনিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মোবাইল ফোন, গার্মেন্টেস, ইলেক্ট্রনিক্স ও স্টেশনারি দোকান রয়েছে।এ ঘটনায় মো. আবুল কাশেম নামে এক ফায়ারম্যানসহ ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।ব্যবসায়রা জানান, অগ্নিকান্ডের প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন।