নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বাসা ও ১০টি দোকান ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কালিগঞ্জবাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, মঙ্গলবার সকালে বাজার সংলগ্ন মাতাব মিয়ার বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন রোবহান উদ্দিন ও ছানু মিয়ার বাসার পাশাপাশি কালিগঞ্জ বাজারে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বাজারের ১০টি দোকানে। এতে ক্ষতিগ্রস্ত হয় ৪টি স্টেশনারী, ২টি ফার্নিচারের দোকান, ১টি সেলুন ও ৩টি চায়ের দোকান ভস্মিভূত হয়।
খবর পেয়ে জকিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ৩টি বাসা ও ১০টি দোকান পুরোপুরি ভস্মিভূত হয়। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান স্থানীয় মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান।
অগ্নিকান্ডের খবর পেয়ে সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসাসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন।