রক্ষক হয়ে ভক্ষক হলেন ওসি : অনুসন্ধানে দুদক

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৫, ৭:৩৮ অপরাহ্ণনিজস্ব প্রতিবেদক :রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছেন ওসি তাই তার বিরুদ্ধে অনুসন্ধানে নামলো দুর্নীতি দমন কমিশন (দুদক) ।দুদকের একটি সূত্র থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের বিরুদ্ধে। তাই এবার ওই ওসির দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সম্প্রতি কমিশনের নিয়মিত বৈঠকে এমন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ অনুসন্ধানে মঙ্গলবার অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগও দেওয়া হয়েছে। দুদক সূত্র এ সব শীর্ষ নিউজকে তথ্য নিশ্চিত করেছে।অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানা যায়, কাজের কথা বলে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহার করে সাহায্য প্রার্থীদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনিদিষ্ট অভিযোগ রয়েছে।উপরোক্ত অভিযোগের সত্যতা যাচাই-বাছাই শেষে কমিশন অনুসন্ধানে নেমেছে।দুদকের উপ-পরিচালক আনোয়ারুল হককে অনুসন্ধানকারী কর্মকর্তা ও পরিচালক উইং কমান্ডার মো. তাহিদুল ইসলামকে তদারকি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।