চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকারী গ্রেফতার

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০১৫, ১২:৫২ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়া এলাকায় মা ও মেয়ে হত্যার আসামি মো. বেলালকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সদরঘাটের মা-মেয়ে হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হত্যাকার কথা স্বীকার করেছে।উল্লেখ্য, চলতি মাসের ৭ তারিখে সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়া এলাকায় আল ইসলাম ভবনের চতুর্থ তলায় মা নাসিমা বেগম (৩৫) ও মেয়ে রিয়া আক্তারকে (৯) নৃশংসভাবে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।