সিলেটপোস্টরিপোর্ট:কক্সবাজার জেলা সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন থেকে মানবপাচারকারী দলের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।আজ ভোরে তাদের আটক করা হয়। আটক মানবপাচারকারীরা হলেন; জেলার টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ ইউনিয়নের বাজারপাড়ার নুর মোহাম্মদের ছেলে নুর হাফেজ (২০) ও একই ইউনিয়নের উত্তরপাড়ার পেটান আলীর ছেলে হাসান শরীফ। এসময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা ও নয়টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।কক্সবাজার র্যাব-সাত এর কোম্পানি কমান্ডার মেজর জিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র্যাবের একটি দল ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মানবপাচারকারীকে আটক করে।তিনি আরো জানান, দুপুরের মধ্যে এ ব্যাপারে মামলা দায়ের করে আটক ব্যক্তিদের কক্সবাজার সদর থানায় সোপার্দ করা হয়েছে।
কক্সবাজারে দুই মানবপাচারকারী আটক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৭, ২০১৫ | ১:০৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »