টুকেরবাজার ইউনিয়নের উন্মুক্ত বাজেট পেশ
সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০১৫, ৭:৩৩ অপরাহ্ণ
সিলেটপোস্টরিপোর্ট:সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ২০১৫-২০১৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত এই বাজেটে আয় ২ কোটি ৩৮ ল ২৫ টাকা এবং ব্যয় ২ কোটি ৩৭ ল ৩৮ হাজার ৭ শত টাকা। উদ্ধৃত্ত ৬১ হাজার ৩ শত ২৫ টাকা।আজ বুধবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বাজেট পেশ করেন টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ।ইউনিয়ন পরিষদের সচিব বিমান কান্তি দেব এর পরিচালনায় বাজেট পেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, বাংলাদেশ সংসবাদ সংস্থা (বাসস)’র সিলেট প্রতিনিধি মকসুদ আহমদ মকসুদ, বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম গাজী, সমাজসেবী এ.কে.এম তারেক কালাম, শ্রমিক নেতা মকবুল হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আলতা মিয়া, আবুল হাসনাত, তাহির আলী পাখি মিয়া, সিলেট ভ্যালী চা-শ্রমিক ইউনিয়ন সভাপতি রাজু গোয়ালা, আইডিয়া’র এসপিএসআরজি প্রকল্প কর্মকর্তা রাহুল সূত্রধর, আইডিয়া ওয়াশ প্রকল্পের সিডিও রোজিনা চৌধুরী, আইডিয়া’র এসপিএসআরজি প্রকল্প সহায়ক আখি চৌধুরী, মোঃ হুমায়ূন রশীদ, মুরুব্বী মাশুক মিয়া, মঈন উদ্দিন, শাহাব উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দের মধ্যে- মোঃ গিয়াস উদ্দিন, এনাম হোসেন, শাহাব উদ্দিন লাল, হাফিজুর রহমান, আবুল কাশেম চৌধুরী, শফিকুর রহমান, রন বাহাদুর জুটে, সিদ্দিকা বেগম, ইয়াসমিন বেগম, বিনা রাণী রায় প্রমুখ।উল্লেখ্য, আলহাজ্ব শহীদ আহমদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এটি ১৩তম বাজেট। তিনি ১৪ টাকা ৩১ পয়সার তহবিল নিয়ে পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন। স্বচ্ছতা ও জবাবদিহিতার কারণে আজ প্রায় আড়াই কোটি টাকার বাজাট পেশ করা সম্ভব হয়েছে। এবারের বাজেটে ৫১টি রাস্তা, কালভার্ট নির্মাণ, পুনঃনির্মাণ কাজে বেশি বরাদ্দ রাখা হয়েছে এবং বসতবাড়ির বার্ষিক মূল্যের উপর কর, গৃহ নির্মাণের অনুমতি ফি ও ট্রেড লাইন্সে ফি থেকে বেশি আয়ের পরিকল্পনা নেয়া হয়েছে।




