সিলেটপোষ্ট রিপোর্ট: রাজধানীর কারওয়ান বাজারে নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের গর্তে রাস্তা ধসে পড়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা এ জেড এম শফিউল হান্নান বাদি হয়ে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভবনটি নির্মাণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলাটি করেছেন। মামলা নং- ১৫.
কলাবাগান থানার এসআই সাইফুল ইসলাম বলেন, রাজউকের নিয়ম-কানুন বহির্ভূত কাজ করার অভিযোগে ভবন নির্মাণ কাজে নিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই ভবন নির্মাণের দায়িত্বে রয়েছে এম এস কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্ট।
বুধবার সকালে বৃষ্টির মধ্যে বীর উত্তম সি আর দত্ত সড়ক লাগোয়া হোটেল সুন্দরবন এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নির্মাণাধীন টুইন টাওয়ারের মাঝের ১৫ ফুট প্রশস্ত সড়কটি ধসে পাশের পাইলিংয়ের গর্তে চলে যায়। মাটি আলগা হয়ে বেইজমেন্টের একটি অংশের দেওয়াল গর্তে চলে যাওয়ায় ঝুঁকির মধ্যে পড়ে ছয়তলা সুন্দরবন হোটেল। ওই গলির সামনের অংশে বীর উত্তম সি আর দত্ত সড়কেও ফাটল তৈরি হয়।
প্রাথমিক সঙ্কট কাটিয়ে উঠতে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন, রাজউকসহ অন্যান্য সংস্থার প্রতিনিধি নিয়ে গঠিত ১২ সদস্যের কমিটির সিদ্ধান্তে বুধবার রাত ১০টার পর থেকে ধসের স্থানে প্রায় ৫০০ ট্রাক বালু ফেলা হয়েছে।