শাবিবে নজরুল জন্ম জয়ন্তী উদযাপন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০১৫, ১১:৩৭ অপরাহ্ণশাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘সোনার তরী’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমীক বিল্ডিং ‘এ’ তে এ আয়োজন অনুষ্ঠিত হয়।সংগঠনটির সভাপতি লুৎফর রহমান রবীনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কামাল হোসেন ও ফারজানা ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক প্লাবন চন্দ্র সাহা ও ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রভাষক আফজাল হোসাইন।সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি, নাচ, গান ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।