সিলেটপোষ্টরিপোর্ট:হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, মির্জাপুর গ্রামের ইউপি মেম্বার কালন মিয়ার সাথে একই এলাকার হাজী হাবিবুর রহমানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত কয়েকদিন যাবত উভয় পক্ষের মধ্যে বিচ্ছিন্ন ঘটনাও ঘটে। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ টেটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষ ৫০ জন আহত হন। আহতদের মধ্যে মজনু মিয়া, আহাদ মিয়া, আব্দুল আওয়াল, রেজিয়া খাতুন, জুয়েল মিয়া, হারুন মিয়া, নার্গিস আক্তার, ইমান আলী, আলী হোসেন, মামুন মিয়া, মিলন মিয়া, জাহানারা বেগম, এংরাজ বানু, তফুরা বেগম, আবুল কালামকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হবিগঞ্জ মডেল সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হবিগঞ্জ মির্জাপুরে দু’পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধসহ অর্ধশতাধিক লোকজন আহত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৯, ২০১৫ | ৩:০৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »