সিলেটপোস্টরিপোর্ট:সুনামগঞ্জ ২০১৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সুনামগঞ্জের জেলায় পাসের হার ৮০.০২ শতাংশ। জেলায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৮৫টি। শনিবার (৩০ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। সুনামগঞ্জ জেলায় মোট ১৪ হাজার ৯শ’ ৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়, এদের মধ্যে পাস করেছে ১১ হাজার ৯শ’ ৫৮ জন। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার তৃলা দেব এসব তথ্য সুনামগঞ্জ মিররকে জানান। তিনি আরো জানান, পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৬শ’ ৩৬ জন ছেলে এবং মেয়ে ৬ হাজার ৩শ’ ২২ জন। জিপিএ-৫ প্রাপ্তদের ৯৯ জন ছেলে ও ৮৬ জন মেয়ে। সিলেট শিক্ষাবোর্ডে এবার তৃতীয় স্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা। জেলায় শীর্ষস্থানে রয়েছে শহরের সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় একইসঙ্গে সিলেট বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ২০তম স্থানে রয়েছে। এ বিদ্যালয় থেকে ২২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২২০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় নেই জেলার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২২৭ জন। ২৫ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। তবে গতবছরে ২৩ জন ছাত্র অকৃতকার্য হওয়ার মত ফলাফল বিপর্যয় থেকে বেরিয়ে এসেছে বিদ্যালয়টি। জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন জানান, ফলাফল গতবারের তুলনায় সব সূচকেই খারাপ হয়েছে। তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও অবকাঠামোগত সংকট রয়েছে। বিশেষ করে বিজ্ঞানের বিষয়গুলোর শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীরা অনেকসময়ই ভাল ফল করতে পারছে না। এসব ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের পদক্ষেপ জরুরী। শিক্ষার মানোন্নয়নে সবাইকে কাজ করতে হবে।
সুনামগঞ্জে এসএসসিতে পাসের হার ৮০.০২
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ৩০, ২০১৫ | ৬:৫৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »