সিলেটপোস্টরিপোর্ট:স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ বিকালে নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম. নুরুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান ও এমরান আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলো”কের বক্তব্যে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এএনএমএ মাহবুব বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতাউত্তর পর্যায়ে গণতন্ত্র হত্যা ও অরাজকতার কান্তিকালে দেশে সিপাহী জনতার মিলিত শক্তির উত্থানে জাতীয় রাজনীতির পাদপ্রদিপের আলোয় উদ্ভাসিত হয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও নাগরিক স্বাধীনতার পূন: প্রতিষ্ঠা করেন। তিনি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির মাধ্যমে দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধ করেছিলেন। এই মহান নেতা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহনের পর থেকেই দেশি বিদেশী চক্রান্তকারিদের ধারাবাহিক ষড়যন্ত্রে ১৯৮১ সালের ৩০ মে শহীদ হন। তাঁর শাহাদাতের মধ্য দিয়ে দেশবাসী একজন মহান দেশপ্রেমিক নেতাকে হারায়। কিন্তু তিনি গণমানুষের হৃদয় থেকে বিস্মৃত হননি। জনগণের হৃদয় তিনি আজও বেঁচে আছেন। তাই বিএনপির প্রতিটি নেতাকর্মীকে শহীদ জিয়ার আদর্শকে লালন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এগিয়ে যেতে হবে।
বিশেষ আলোচকের বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী বলেন, শহীদ জিয়া ১৯৭১সালে দ্বিশেহারা জাতিকে ঐক্যবদ্ধ সংগ্রামে যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন ঠিক তেমনি পরবর্তীতে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন হয়ে দেশের সংবাদ পত্রের স্বাধীনতা, মানুষের বাক ও চিন্তার স্বাধীনতাকে ফিরিয়ে এনেছিলেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্রের সুচনা করেছিলেন। সভায় বিশেষ আলোচকের বক্তব্যে রাখেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. সাজেদুল করিম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক আবুল কাহের চৌধুরী শামীম, যুগ্ম আহবায়ক আলী আহমদ, ময়নুল হক চৌধুরী, এড. আশিক উদ্দিন আশুক, এড. শামীম সিদ্দিকী, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, আব্দুল আহাদ খান জামাল, এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, জেলা শ্রমিকদল সেক্রেটারী সুরমান আলী, বিএনপি নেতা হাজী শাহাব উদ্দিন আহমদ, আহমেদুর রহমান চৌধুরী মিলু, শামীম আহমদ, একেএম তারেক কালাম, ছালিক আহমদ চৌধুরী, এড. মুজিবুর রহমান, আবুল কাশেম, লায়েছ আহমদ, বজলুর রহমান ফয়েজ, আব্দুর রউফ, মিনহাজ আহমদ চৌধুরী, এমাদ উদ্দিন, দিদার ইবনে তাহের লস্কর, আজাদুর রহমান, অধ্যাপক মঈন উদ্দিন, সিরাজুল ইসলাম সিরাজ, হাবিবুর রহমান, মঈনুল ইসলাম মনজু, হেলাল আহমদ, রায়হান আহমদ, আব্দুল আজিজ, সোহেল আহমদ, বাহার উদ্দিন, মোস্তাক আহমদ, সাবু আহমদ, জমির উদ্দিন মেম্বার, গিয়াস আহমদ মেম্বার, আব্দুর রহিম, আব্দুল লতিফ খান, আব্দুল হান্নান, রুহেল আহমদ কালাম, আশরাফ বাহার, নুরুল ইসলাম বাচ্চু, কাচা মিয়া, মুরাদ আহমদ, হানুর ইসলাম ইমন, আব্দুর রউফ, আব্দুল মালেক, খন্দকার ফয়েজ আহমদ, রুনু আহমদ, সোহেল ইবনে রাজা, শামসুল ইসলাম লেইছ, আলী আকবর রাজন, মিজানুর রহমান মিজান, মাহবুবুল আলম সৌরভ, মাসুম পারভেজ ও শাহজাহান আহমদ প্রমূখ।আলোচনা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।