সৌদিতে চরমোনাই পীরের ভাই ফয়জুল করিম আটক
সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০১৫, ১১:২১ অপরাহ্ণ
সিলেটপোস্টরিপোর্ট:ইসলামী আন্দোলনের নায়েবে আমির ও চরমোনাই পীরের ভাই মুফতি সৈয়দ ফয়জুল করিমকে আটক করেছে সৌদী পুলিশ। তার সঙ্গে আরো ৩ জনকে আটক করেছে বলেও জানা গেছে।শুক্রবার রিয়াদে রাতে একটি মাহফিল থেকে তাদের আটক করা হয়।ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম বলেন, সৌদী আরব সফররত দলের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম রিয়াদে একটি মাহফিলে বক্তৃতা করছিলেন। মাহফিলের অনুমতির সময় স্থানীয় প্রশাসনকে বলা হয়েছিল লোক সংখ্যা ২হাজার হবে। কিন্তু লোক সংখ্যা ১৫ হাজারের বেশি হয়ে যাওয়ায় প্রশাসন তাদেরকে আটক করেছে।তাদেরকে ছাড়িয়ে আনার চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি।




