মাদারীপুরে মসজিদের ইমাম কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষণ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০১৫, ২:১১ পূর্বাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:মাদারীপুরের চরঘুনসি গ্রামে মসজিদের ইমাম কর্তৃক ৭ বছরের এক শিশুকে ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে গুরুতর অবস্থায় রোববার মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ধর্ষক ওবাইদুর রহমান (২৫) নামের ওই ইমাম পলাতক রয়েছে। জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চরঘুনসী গ্রামের হাওলাদার বাড়ি জামে মসজিদের ইমাম ওবাইদুর এর কাছে চরঘুনসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ঐ ছাত্রী আরবী পড়তে যায়। আরবী পড়া শেষে ওবাইদুর শিশুটিকে মসজিদ ঝাড়ু দিতে বলে। এ সময় শিশুটিকে একা পেয়ে ওবাইদুর মসজিদের সাথে লাগানো বারান্দায় তাকে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে শিশুটির মুখ বেধে ধর্ষণ করে। এতে শিশুটির প্রচুর রক্তপাত হয় এবং সে অসুস্থ্য হয়ে পড়ে। ধর্ষক ওবাইদুর ঘটনাটি কাউকে না বলতে নিষেধ করে শিশুটিকে শাষিয়ে দেয়। আর ঘটনাটি প্রকাশ করলে তাকে মেরে নদীতে ভাসিয়ে দিবে বলে হুমকি দেয়। শিশুটি চুপ থাকলেও বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ধর্ষণের ঘটনা জানায়।পরে শিশুটিকে গ্রাম্য এক ডাক্তারের কাছে নিয়ে গোপনাঙ্গে সেলাইসহ চিকিৎসা করায়। রাতে শিশুটির আরো অসুস্থ্য হয়ে পড়ে। রোববার সকালে তার মা তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।শিশুটির বাবা জানায়, তিনি ঢাকায় ছিলেন। তার মেয়ের খবর পেয়ে তিনি গ্রামের বাড়িতে যান। এরপর তার শিশু মেয়েকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তিনি হুজুর ওবাইদুরের বিচার ও শাস্তির দাবি জানান।চরঘুনসি হাওলাদার বাড়ি জামে মসজিদের ম্যানেজিং কমিটির সদস্য হাজী মোবারক হাওলাদার বলেন, ’আমরাও ওর পুরো পরিচয় জানিনা। অনেকদিন ধরে এখানে মসজিদে নামাজ পড়াচ্ছে। যতটুকু জানি ওর বাড়ি বরিশালের নাজিরপুরে।মাদারীপুর নারী উন্নয়ন সংস্থা নকসি কথা’র নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিকা বলেন, ’হঠাৎ করে মাদারীপুরে ধর্ষণের ঘটনা বেড়েছে। প্রশাসনের উচিত দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া। সেই সাথে এ ছ্ট্টো শিশুটির ঘটনায় ধর্ষককে গ্রেফতার করে আইনের মাধ্যমে দৃষ্টাস্তমূলক শাস্তির ব্যবস্থা করা।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল জানান, বিষয়টি প্রাথমিকভাবে শুনেছি। অপরাধীকে ধরার জন্য সব ধরণের চেষ্টা করা হবে।