সিলেটপোস্টরিপোর্ট:দিনাজপুরের পার্বতীপুরে দেড় বছরের ছেলেকে বুকে নিয়ে সৈয়দপুর-খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে এক মা। এঘটনায় মা ও শিশু উভয়ই মারা গেছে।রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় পার্বতীপুর-সৈয়দপুর রেললাইনে বেলাইচন্ডি রেল স্টেশনের দক্ষিণ প্রান্তে এ হৃদয়বিদারক আত্মহত্যার ঘটনাটি ঘটেছে ।নিহতরা হলেন, পার্বতীপুর উপজেলার বিলাইচন্ডি ইফপি’র শেখপাড়া এলাকার সাদেকুল ইসলামের স্ত্রী লাভলী (২০) এবং দেড় বছরের শিশু লায়ন।নিহত মা ও ছেলের লাশ সকাল ১১টায় তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। লাভলীর পিতার নাম দুলাল বাড়ি একই গ্রামে। অল্প বয়সে বিয়ে দেয়ায় লাভলী একটু মানসিকভাবে ভারসাম্যহীন ছিলো বলে তার পরিবার থেকে জানানো হয়। লাভলীর বিমাতা রয়েছে। পিতার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরে যাওয়ার কথা বলে লাভলী এ আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজু মিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দিনাজপুরে শিশুকে বুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১, ২০১৫ | ২:৪৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »