সিলেটপোস্টরিপোর্ট:খালেদা জিয়ার পথসভা ও গাড়িবহরে হামলার নেতৃত্ব দিয়ে সাংগঠনিক সম্পাদক থেকে সভাপতি হলেন মহানগর উত্তরের সেই ছাত্রলীগ নেতা সৈয়দ মিজানুর রহমান।গত ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীর পক্ষে কারওয়ান বাজার এলাকায় খালেদা জিয়া প্রচার চালাতে আসলে তার পথসভা ও গাড়িবহরে মহানগর উত্তর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছিল।জয় বাংলা স্লোগান দিয়ে সেদিন হামলা চালানো হয়েছিল বলে পরের দিন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। একটি ইংরেজি দৈনিকে হামলার ছবিও প্রকাশিত হয়েছিল। যাতে মহানগর উত্তর ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি সৈয়দ মিজানুর রহমানের ছবি ছিল।মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক থেকে এবার পদোন্নতি দিয়ে ওই শাখা কমিটির সভাপতি করায় এনিয়ে বিভিন্ন কানাঘোষা চলছে।এবিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাজমুল হাসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সেক্রেটারি জসিমউদ্দিন মানিক ধর্ষণের সেঞ্চুরির পর মিষ্টি বিতরণ করেছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কারের পর শেখ হাসিনা তাকে আইনের আওতায় না এনে উল্টো বিদেশ পাড়ি দিতে তাকে সহায়তা করেছে।তিনি বলেন, ছাত্রলীগের যে যত বেশি নারীদের সম্ভ্রমহানি, বিরোধীদলের নেতাকর্মীদের উপর হামলা, টেন্ডার, চাঁদাবাজি, মাদকের ব্যবসায় জড়িত থাকবে তাদেরকে পদায়ন ছাত্রলীগের পুরনো অভ্যাস।তবে মিজানুর রহমান একটি গণমাধ্যমের নিকট দাবি করেছেন যে, ‘তেজগাঁও এলাকার ছাত্রলীগের নেতা হিসেবে ঘটনাস্থলে ছিলাম। তবে হামলায় অংশ নিইনি।’মিজানুরের দাবি, তাঁর সভাপতি পদ পাওয়ার সঙ্গে ওই হামলার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘যাঁরা রাজপথের সক্রিয় কর্মী এবং আন্দোলন-সংগ্রামে থাকেন, তাঁদেরই ছাত্রলীগ ও জননেত্রী শেখ হাসিনা পুরস্কৃত করেন। নিজের ত্যাগের কারণেই সভাপতি হয়েছি।’উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে গত শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এবং মহানগর নেতারা বৈঠক করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি হিসেবে আছেন সৈয়দ মিজানুর রহমান।
মিজান এখন মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১, ২০১৫ | ২:৫৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »