রমজানে সরকারি অফিস সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০১৫, ৩:২৩ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সরকারি অফিসে কাজের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। এই মাসে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, ব্যাংক, বিমা, শিল্প কারখানা ও হাসপাতালসহ যেসব প্রতিষ্ঠান জরুরি সেবা দেয় তারা তাদের নিজস্ব নিয়মে অফিস পরিচালনা করবে।