সিলেটপোস্টরিপোর্ট:সিলেট নগরীর টিবি গেইটে বালু তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগ দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি। তবে সংঘর্ষে এড়াতে এ এলাকা থেকে বালু তোলা বন্ধ করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন সিলেটপোস্টকে জানান- টিবি গেইটে বালু তোলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। টিবি গেইট এলাকায় বালু তোলা নিয়ে পরবর্তীতে কোনো সমস্যা সৃষ্টি যাতে না হয় সেজন্য উক্ত এলাকা থেকে বালু তোলা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সোমবার বিকেলে নগরীর টিবি গেইটে বালু তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগ দু’গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরীসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহত হন টিলাগড়স্থ গোপালটিলার বাসিন্দা ছাত্রলীগ কর্মী রঞ্জন দেব।
ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি,.
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২, ২০১৫ | ৪:৫৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »