সিলেটপোস্টরিপোর্ট:জৈন্তাপুরে ভারতীয় তীর খেলার দায়ে ২ যুবককে আটক করেছে পুলিশ। আটটকৃতদের মোবাইল কোটে হাজির করা হবে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার জৈন্তাপুর বাজার থেকে ভরতীয় নিষিদ্ধ তীর খেলা পরিচালনার দায়ে ২যুবককে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিত্বে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল উপজেলার মাহুতহাটি গ্রামের রেনু মিয়ার ছেলে কয়েছ আহমদ (৩৫) অপরজন হল ঘিলাতৈল গ্রামের নাসির মিয়ার ছেলে কাজল মিয়া (২৮)।এলাকাবাসী সূত্রে জানা যায় দীর্ঘ দিন থেকে তারা ভাসমান অবস্থায় উপজেলার যাত্রী ছাউনি, বাট্টির দোকান, মাহুতহাটি ও জৈন্তাপুর ইউনিয়ন ভূমি অফিস এলাকায় খেলা পরিচালনা করে আসছে।এ বিষয়ে অফিসার ইনচার্জ গোলক চন্দ্র বসাক জানান- আমি জৈন্তাপুরে যোগদানের পর হতে খেলাটি নিমূল করতে অভিযান অব্যাহৃত রেখেছি। বিন্তু বোটকা, টুকা, নাম্বর, তীর খেলা যাই বলা হউক না কেন আমি খেলা বন্ধ রাখতে অভিযান অব্যাহত রাখব। তবে তাদের উপর মামলা নেওয়ার কোন ব্যবস্থা না থাকায় আমরা মোবাইল কের্টের মাধ্যমে তাদেরকে জেল জরিমানা করে থাকি। এছাড়া খেলাটি নির্মূল করতে সকলের সহযোগীতা কামনা করছি।
নিষিদ্ধ ভারতীয় তীর খেলা চালানোর দায়ে আটক ২
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২, ২০১৫ | ৫:০৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »