সিলেটপোস্টরিপোর্ট:সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসকসহ দু’জন নিহত হয়েছেন। বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের দিঘলী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বুধবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফয়ছল আহমদ (৩৫) ও প্রাইভেটকার চালক ইসমাইল (২২)। এ সময় ট্রাকচালক জুয়েল ও হেলপার মো. রফিককে (১৮) আটক করা হয়।বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন জানান, রাত ১টায় সিলেট থেকে ছাতকগামী একটি প্রাইভেটকারের (ঢাকা-মেট্রো গ-১২-২৪৮২) সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১৮-৬৬৩৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার চালক ও কারের যাত্রী চিকিৎসক ঘটনাস্থলে নিহত হন।পুলিশ এ সময় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে।
সুনামগঞ্জ সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসকসহ নিহত ২
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ৪, ২০১৫ | ৪:৪৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »