সিলেট পোষ্ট রিপোর্ট : বলিউডের অন্যতম জনপ্রিয় বিনোদন পোর্টাল বলিউড লাইফ সম্প্রতি একটি সমীক্ষা করেছিল। সেখানে ভক্তদের বিচারে সোশ্যাল মিডিয়ার রাজা হয়েছেন শাহরুখ খান এবং রানি হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া
বলিউড লাইফ এই সমীক্ষাটি চালিয়েছিল ভারত, রাশিয়া, ইউ.কে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানুষের মধ্যে। সোশ্যাল মিডিয়ার রাজা হওয়া প্রসঙ্গে শাহরুখ খান মন্তব্য করেছেন, সারা দুনিয়ার এত মানুষ যে তাঁকে সমর্থন করেছেন, সেইজন্য তিনি কৃতজ্ঞ। ধন্যবাদ জানিয়েছেন বলিউড লাইফ নামের ওই বিনোদনের পোর্টালকেও।
৩২বছর বয়সি প্রিয়ঙ্কা এপ্রসঙ্গে বলেছেন, আমি ছোট থেকেই নিজেকে রানি ভাবতে খুব ভালবাসি। তাই তিনি যখন মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন, তখন তিনি যতটা আনন্দিত, আপ্লুত হয়েছিলেন, এখন সোশ্যাল মিডিয়ার রানি হয়েও, তাঁর একইরকম অনুভূতি হচ্ছে। তাই বলিউড লাইফের এই সম্মানে তিনি আপ্লুত, অভিভূত।
সোশ্যাল মিডিয়ার রাজা ও রানি নির্বাচিত করা ছাড়াও, বরুণ ধওয়ান সেলফি কিং-এর সম্মান পেয়েছেন, অর্জুন কপূর সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় নবাগত তারকার সম্মান পেয়েছেন। আগে ভক্তরা তাঁদের তারকার কাছে পৌঁছোতেন চিঠি বা কার্ডের মাধ্যমে, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তরা তাঁদের তারকাদের কাছে পৌঁছে যান।