সিলেটপোস্টরিপোর্ট:ডায়াবেটিস সম্পর্কে পাঠ্যপুস্তকে একটি অধ্যায় সংযোজন করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। শুক্রবার রাতে সিলেট ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানিয়েছেন।শিক্ষামন্ত্রী বলেন, সচেতনতা ও নিয়মানুবর্তিতাই ডায়বেটিস রোগ নিয়ন্ত্রনের সহজ উপায়। এ রোগ সম্পর্কে সমাজে সচেতনা বৃদ্ধি করতে হবে।এছাড়া ডায়াবেটিস সম্পর্কে পাঠ্যপুস্তকে একটি অধ্যায় অন্তর্ভূক্ত করা হবে জানিয়ে তিনি বলেন, এতে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা সুস্থ্য জীবনধারা সম্পর্কে জানতে পারবে। ডায়াবেটিস থেকে ঝুঁকিমুক্ত থাকবে।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- সিলেট ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি আলতাফুর রহমান। অ্যাডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কামাল, অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, জাসদ নেতা আলাউদ্দিন আহমদ মুক্তা, কাউন্সিলর রেজওয়ান আহমদ প্রমুখ।
ডায়াবেটিস সম্পর্কে পাঠ্যপুস্তকে একটি অধ্যায় সংযোজন করা হবে: শিক্ষামন্ত্রী
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১৩, ২০১৫ | ৫:০৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »