সিলেট পোষ্ট রিপোর্ট : বাংলােদেশের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী শাবানা কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই দেশে এলেন। ব্যক্তিগত কাজেই নিজের শ্বশুরবাড়ি বেনাপোলের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে এসেছেন শাবানা। তার প্রতি বছর একবার বা দু’বারের যাতায়াতের খবর এরই মধ্যে গ্রামবাসী জেনে গেছেন। এখন তাকে লুকিয়েই আসতে হয়। এখন বোরকা পড়েন শাবানা। তিনি সবাইকে জানিয়েছেন জরুরি প্রয়োজনে দেশে এসেছেন তিনি।
১৯৯৮ সালে দেশিয় চলচ্চিত্রের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় এই চিত্রনায়িকা দর্শকপ্রিয়তার মধ্যগগণে থাকা অবস্থায় অভিনয় ছেড়ে দেন। তারপর থেকে তিনি যুক্তরাষ্ট্রে সপরিবারে বসবাস করছেন।
গত দেড় দশকে শাবানা একাধিকবার চলচ্চিত্র প্রযোজনার উদ্যোগ নিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত এসএস প্রডাকশন্সের কােনো পরিকল্পনাই আলোর মুখ দেখেনি।
তবুও ফিল্ম ইন্ডাস্ট্রি আশাবাদী, হ্যামিলনের বাঁশিওয়ালার মতোই শাবানা আবার হাত লাগিয়ে সাফ করবেন চলচ্চিত্রের সমস্ত জঞ্জাল।