নগরীর দরগা মহল্লায় দু’টি গরু বিক্রির সময় চোর আটক
সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০১৫, ১২:২১ পূর্বাহ্ণ
সিলেটপোস্টরিপোর্ট:নগরীর দরগা মহল্লা পায়রা আবাসিক এলাকায় মাত্র ৮ হাজার টাকায় দু‘টি গরু বিক্রি করতে এসে ধরা পড়েছে এক চোর। আবুল কালাম (৩২) নামের এই চোর বৃহস্পতিবার সকাল ১১টায় পায়রা এলাকায় দু’টি কালো রংয়ের গরু মাত্র ৮ হাজার টাকায় বিক্রি করতে আসে। এই গরু দু‘টির বাজার মূল্য কমপক্ষে ৫০ হাজার টাকা। এত কম দামে গরু বিক্রি করতে আসায় স্থানীয় লোকজনের সন্দেহ হওয়ায় আবুল কালামকে আটক করে পায়রা সমাজকল্যাণ সংঘের কার্যালয়ে রাখা হয়। খবর পেয়ে কোতয়ালী থানার একদল পুলিশ ঘটনা স্থলে এসে গরুসহ চোরকে থানায় নিয়ে যান। গরু দু‘টির মালিক এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকার মানিক মিয়া। বৃহস্পতিবার রাত দু’টায় তার গরু দু’টি চুরি হয়। চুরির ঘটনা এয়ারপোর্ট থানা এলাকাধীন হওয়ায় উদ্ধার হওয়া গরু দু’টিসহ চোর আবুল কালামকে কোতয়ালী থানা থেকে এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়। সে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন ব্রাহ্মণগাঁওয়ের আব্দুল মান্নানের পুত্র বলে জানা গেছে।




