সিলেট পোস্ট রিপোর্ট: শফিক হাসানের ‘রক’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চলচ্চিত্রের উঠতি নায়িকা মৌসুমী হামিদ। আগামী ২ জুলাই থেকে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। তার সঙ্গে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন বাংলাদেশ থেকে একজন নায়ক। তবে কে থাকছেন তার বিপরীতে সেটা এখনো ঠিক করা হয়নি। তবে আগামী দু’একদিনের মধ্যে চূড়ান্ত হবে বলে জানা যায়।
২ তারিখ থেকে ছবিটির শুটিং শুরু হবে উত্তরার বিভিন্ন লোকেশনে। এই শুটিংয়ে মৌসুমী হামিদ সহ আরো অংশ নেবেন ছবিটির অন্যান্য অভিনয় শিল্পীরা।
ছবিটির গল্পে মৌসুমী হামিদকে দেখা যাবে ক্যালিফোর্নিয়া প্রবাসী বাংলাদেশী এক পরিবারে দুই বোনের মধ্যে ছোট বোনের চরিত্রে। বড় বোন বিদ্যা সিনহা মিম সাংবাদিক। তিনি বাংলাদেশে আসেন বাংলাদেশ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরির জন্য। তার সঙ্গে ছোট বোন মৌসুমী হামিদও আসেন ঘোরার উদ্দেশে। কিন্তু ছোট বোনের আরেকটি উদ্দেশ্যও ছিলো দেশে আসার। যেটা বড় বোন সহ পরিবারের কেউ জানতেন না। দেশে এসে নানা ঘটনার শিকার হন তিনি। এক পর্যায়ে মৌসুমী হামিদ খুন হন। এভাবেই এগিয়ে যাবে ছবিটির গল্প।
এ প্রসঙ্গে শফিক হাসান বলেন, ‘আমি শতভাগ শিওর হয়ে বলতে পারি এ ধরনের কোনো গল্পে এর আগে কোনো চলচ্চিত্র নির্মিত হয়নি। তাই আশা করছি দর্শক ভিন্ন কিছু দেখতে পাবে ছবিটিতে। এরই মধ্যে সব কিছু ঠিক করেছি। আশা করছি আগামী ২ জুলাই থেকেই শুটিং শুরু করতে পারবো। প্রথম দিকে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন দেশের শিল্পীরা। ১০ তারিখের পর থেকে ভারতের শিল্পীরা অংশ নেবেন শুটিংয়ে।’