সিলেটপোস্টরিপোর্ট:দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জনসেবামূলক সংগঠন বরই কান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ক্লাবের উদ্যোগে বরই কান্দি আনছর মিস্ত্রী জামে মসজিদে কোরআন শিক্ষা আশর শুরুহয়েছে। গতকাল বরই কান্দি আনছর মিস্ত্রী জামে মসজিদে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে কোরআন শিক্ষা আশর শুরু হয়।তরুণসমাজসেবী ও বরই কন্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের সভাপতি মোঃ দিলোয়ার হোসেন রানার সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল কাইয়ুম জাকি’র পরিচালনায় কোরআন শিক্ষা আশরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরই কান্দি আনছর মিস্ত্রী জামে মসজিদের খতিব মুফতি আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা তরুণ রাজনীতিবিদ কামাল হাসান জুয়েল, ক্লাবের অন্যতম উপদেষ্টা আজাদ মিয়া, ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবি এডভোকেট খালেদ জুবায়ের, ক্লাবের সহ সভাপতি হুমায়ুন রশীদ মুরাদ, ক্লাবের সহ সধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, জাবির খান মুক্তি, এমরান আহমদ, কোরআন শিক্ষা আশরের ক্বারী মাওলানা আব্দুল ওয়াদুদ, ক্বারী আব্দুল মজিদ খান, ক্বারী মাসুম বিল্লাহ, কামরুল ইসলাম শুকু, মোঃ মঈনুল ইসলাম, মোসলেহুর রহমান বাবলা, নাসির আহমদ, শাহাবুদ্দিন আহমদ, আব্দুল হামিদ রিপন কামালী, ফাইমুর রহমান পাভেল, রায়হান আহমদ, মোহাইমিন জাহান, হাফেজ রাফি প্রমুখ।
বরই কান্দিতে মাসব্যাপী ৩২তম কোরআন শিক্ষা আশর শুরু
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২১, ২০১৫ | ৩:৫০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »