সিলেটপোস্টরিপোর্ট:উচ্ছৃঙ্খল কিছু শিক্ষার্থীর হামলা ও ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনির্দিষ্টকালের জন্য বদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে সকল শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দুই দিন ধরে পরীক্ষা পিছানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে হামলা ও ভাঙচুর করে। এর ফলে নিরাপত্তাহীনতার আশঙ্কায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ২৫, ২০১৫ | ৬:০১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »