সিলেটপোস্টরিপোর্ট:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আওয়ামীলীগ পন্থী শিক্ষকদের একাংশের উপাচার্যবিরোধী আন্দোলন ১০ম দিনের মতো চলছে। এদিকে উপাচার্যের পক্ষে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বুধবারও ছাত্রলীগ অবস্থান কর্মসূচী পালন করেছে।বুধবার সকাল সাড়ে ৮টা থেকেই উপাচার্য ভবন অবরোধ করে রাখেন আন্দোলনকরী শিক্ষকরা। দুপুর ১টার দিকে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রলীকর্মীরা মিছিল সহকারে ক্যাম্পাসে এসে জড়ো হয়। পরে তারা ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে উপাচার্য ভবনের রাস্তার সামনে আন্দোলনকরী শিক্ষকের মুখোমুখী অবস্থান নেয় তারা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু রাখার স্বার্থে উপাচার্য কার্যালয় অবরোধ মুক্ত রাখার দাবি জানান। পরে সেখান থেকে চলে যান তারা।শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আবু সাঈদ আকন্দ এবং ১ম যুগ্ম সাধারণ স¤পাদক সাজেদুল ইসলাম সবুজ এই আন্দোলনকে ছাত্রলীগের সমর্থনে সাধারণ শিক্ষাার্থীদের আন্দোলন উলেখ করে বলেন, শাবিপ্রবি ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য কর্মসূচী পালন করছে। ছাত্রলীগ সব সময় ন্যায়ের পক্ষে থাকে।আবু সাঈদ আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শাবি ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের যেকোন যৌক্তিক আন্দোলনের সাথে থাকবে।এদিকে উপাচার্যের পদত্যাগ অথবা অপসারণের আগ পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।
শাবিতে ফের শিক্ষক-ছাত্রলীগ মুখোমুখি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ১, ২০১৫ | ৪:৫৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »