হযরত শাহজালাল(রঃ) মাজারের খাদেম দেওয়ান ধলা রাজার ইন্তেকাল

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০১৫, ৫:২০ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:সিলেট হযরত শাহজালাল (রঃ) মাজারের খাদেম ও হবিগঞ্জ জেলার বানিয়াচং নিবাসী দেওয়ান সোলায়মান রাজার কনিষ্ঠ ছেলে দেওয়ান নোমান রাজা (ধলা রাজা) ৬৭ আর নেই। ৩ জুলাই শুক্রবার সকাল পৌনে ৬ টায় সিলেট নগরীর মজুমদারী এলাকায় বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে………….রাজেউন)। তিনি বেশ কিছুদিন ধরে ক্যান্সার রোগে ভূগছিলেন। গতকাল বাদ জুমা হযরত শাহজালাল(রঃ) মাজার প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে দরগা কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ছাড়াও অনেক আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।