সিলেটপোস্টরিপোর্ট:ছাতকের গোবিন্দগঞ্জে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর গাড়িতে হামলা ও ভাংচুর করার প্রতিবাদে উপজেলা আ.লীগের উদ্যোগে ছাতক পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে শহরের চৌধুরী মার্কেট থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিন শেষে মন্ডলীভোগস্থ দলীয় অস্থাযী কার্যলয়ের সামনে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং আহবায়ক কমিটির সদস্য কল্যানব্রত দাস ও শাহীন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দু’সপ্তাহ অতিবাহিত হলেও মেয়রের গাড়িতে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করছে না পুলিশ।অপরাধীদের প্রতি পুলিশের এমন নতজানু আচরনে এখানের আইন শৃঙ্খলা পরিস্থিতি হুমকির মুখে পড়েছে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আ.লীগ নেতা জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়া, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, দিলোয়ার হোসেন, জেলা ওলামালীগ সভাপতি মাও. মাহফুজুর রহমান, দোয়ারা উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামিম, উপজেলা আ.লীগ নেতা শাহীন আহমদ চৌধুরী, এমদাদুল হক সাদক আলী, কামাল উদ্দিন, হাজী আব্দুল কাদির, আফিক আলী, আমিনুর রশীদ তালুকদার, পৌর আ.লীগের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস মিন্টু প্রমূখ।এদিকে মেয়রের গাড়ি ভাংচুরের প্রতিবাদে ছাতক পরিবহন শ্রমিক-কর্মচারী ও মালিক সমিতি অর্ধদিবস পরিবহন ধর্মঘট পালন করেছে। রোববার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ধর্মঘট পালন করা হয়।
পৌর মেয়রের গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাতকে আ’লীগের প্রতিবাদ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৫, ২০১৫ | ৪:৪৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »