সিলেটপোস্টরিপোর্ট:বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন ইসলাম মাবতার ধর্ম, বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র ভূমিকা পালন করতে পারে। শান্তির ধর্ম ইসলাম ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আজ দেশী ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্রের নীল নকশা অংকন করা হচ্ছে। বদরের চেতনায় উজ্জীবিত হয়ে সকল ইসলাম বিদ্বেষী কার্যকলাপ রুখতে হবে। সময়ে সময়ে বদর, কারবালা ও বালাকোটের মধ্যে দিয়েই ইসলাম এ বিশ্বে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। বদরের চেতনায় সিক্ত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর হাতে গড়া কাফেলা তালামীযে ইসলামিয়া সৈনিকরা বেঁচে থাকতে এদেশে ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাসত করা হবেনা। এদেশে বিভিন্ন সময়ে তাসলীমা, দাউদ হায়দার ও আহমদ শরীফদের কথা স্বরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এদেশে যারা ইসলামের প্রতিপক্ষ হিসেবে ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল তাদেরকে প্রতিহত করা হয়েছে। নব্য নাস্তিক লতিফ সিদ্দিকীকে সর্বোচ্ছ শাস্তি প্রদানে সরকারের সুদৃষ্ঠি কামনা করেন তিনি। নতুবা সরকারের শেষ পরিনতির জন্য প্রস্তুত গ্রহণ করার আহবান জানান।তিনি গতকাল রবিবার বিকেলে ফুলতলী ছাহেব বাড়িতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, প্রধান কেন্দ্র অয়োজিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রধান কেন্দ্রের সম্মানীত উস্তায হযরত মাও: আব্দুল কাদির ছাহেবের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাও: আহমদ হাসান চৌধুরী,আন্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আবু সালেহ মোঃ কুতবুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাও: নজমুল হুদা খান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহা. আজির উদ্দিন পাশা, নজীর আহমদ হেলাল, লতিফিয়া কারী সোসাইটি ঢাকা জেলা সভাপতি আবু সাদেক মোঃ ইকবাল খন্দকার, নর্থইষ্ট ইউনির্ভারসিটির ইংরেজী লেকচারার নুমান আহমদ, প্রধান কেন্দ্রের উস্তায মাও: আজিজুর রহমান, মাও: আব্দুল লতিফ, সিলেট মহানগরের তালামীয সভাপতি হুমায়ুনুর রহমান লেখন। অনুষ্ঠানে মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন লন্ডনস্থ চ্যানেল আই-এর মদিনার সুরের পরিচালক, বিশিষ্ট সংগীত শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল।মাও: শাহীদ আহমদ ও মো: মুহিবুর রহমান এর যৌথ পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: শরীফ উদ্দীন, সদস্য খলিলুর রহমান সুমন, মাহমুদুল হাসান, সিলেট পূর্ব জেলা সভাপতি উসমান গণি, তৌরিছ আলী, নাবেদ আহমদ প্রমুখ।
বদরের চেতনায় উজ্জীবিত হয়ে সকল ইসলাম বিদ্বেষী কার্যকলাপ রুখতে হবে-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৬, ২০১৫ | ৫:৪১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »