সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের মোগলাবাজারে ছায়াদ মিয়া হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মহানগর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার স্মারকলিপি প্রদান করেন নিহত ছায়াদ মিয়ার মা ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর ফকিরপাড়া গ্রামের হবিব আলীর স্ত্রী আতাবুন নেছা।স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন- মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহবুব আলম মন্ডল গত ১০ মে হত্যা মামলার আসামী শহীদ মিয়াকে গ্রেফতার করেন। কিন্তু তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেননি।শহীদকে রিমান্ডে আনার কথা বললে তদন্ত কর্মকর্তা সময়ক্ষেপন করতে থাকেন। এভাবে প্রায় দুইমাস অতিবাহিত হয়ে গেলেও এসআই মাহবুব শহীদকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের কোন আবেদনই করেননি।এছাড়া হত্যা মামলার অন্য আসামীরাও এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করতেছে। মামলা তুলে নেয়ার জন্য আসামীরা হুমকিও দিয়ে যাচ্ছে।
মোগলাবাজারে ছায়াদের খুনীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৮, ২০১৫ | ২:৫৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »