সীমান্তিক স্বেচ্ছাসেবী সংস্থা কর্তৃক পরিচালিত USAID-DFID এর আর্থিক সহায়তায় সিলেট জেলার বিভিন্ন উপজেলায় বাস্তবায়নাধীন সীমান্তিক এনএইচএসডিপি প্রকল্পে জনবল নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নাম | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | মোট বেতন (টাকা) |
মনিটরিং অফিসার(প্রধান কার্যালয়) | ০১ | এমবিবিএস (বিএমডিসি রেজিঃ প্রাপ্ত) | ২০,০০০ (আলোচনা সাপেক্ষে) |
প্যারামেডিক (নারী), বালাগঞ্জ, গোলাপগঞ্জ | ০২ | স্বীকৃত প্রতিষ্টান থেকে পাসকৃত প্যারামেডিক/ডি.এম,এফ/সিএইচডব্লিও/ডিপ্লোমা ইন নার্সিং/এফ. ডব্লিও.ভি | ৯,০৭৫ |
কাউন্সেলর (নারী), গোলাপগঞ্জ বিয়ানীবাজার, | ০২ | স্বীকৃত প্রতিষ্টান থেকে পাসকৃত প্যারামেডিক/ডি.এম,এফ/সিএইচডব্লিও/ডিপ্লোমা ইন নার্সিং/এফ. ডব্লিও.ভি/ স্নাতক পাশ | ৬,৬০০ |
সার্ভিস প্রমোটার, দক্ষিন সুরমা, কম্পানীগঞ্জ | ০২ | স্নাতক পাশ (এন.জি.ও. তে যোগাযোগ ও মার্কেটিং কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য) | ৬,২৭০ |
গার্ড (পুরুষ), বিয়ানীবাজার, দক্ষিন সুরমা, কানাইঘাট | ০৩ | কমপক্ষে ৮ম শ্রেনী পাশ | ৪,৯৫০ |
আগ্রহী প্রার্থীদেরকে ২ কপি ছবি ও সকল সনদপত্রের ফটোকপি ও যোগাযোগের মোবাইল নম্বর সহ আগামী ০৫/০৮/২০১৫ তারিখের মধ্যে সরাসরি/কুরিয়ার/ডাক/ই-মেইল এর মাধ্যমে নিম্ন ঠিকানায় আবেদন পত্র পৌছানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
প্রকল্প পরিচালক, সীমান্তিক-এনএইচএসডিপি
সীমান্তিক ভবন, (কালিগঞ্জবাজার) ইছামতি, জকিগঞ্জ, সিলেট।
মোবাইলঃ ০১৭১৪০৭৫৭৬১, ০১১৯৯৩১৩৯৪০
ই-মেইল: : shimantik_syl@yahoo.com