সিলেটপোস্টরিপোর্ট:বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে সূর্যের হাসি ক্লিনিক বিয়ানীবাজার শাখার উদ্যোগে আলোচনা সভায় বক্তারা বলেছেন, গর্ভবতী মার ৫টি বিপদ চিহ্ন ও ৩টি দেরী হতে মাকে রক্ষা করা সহ কমিউনিটির মানুষকে সজাগ রাখতে ও জরুরী প্রয়োজনে গর্ভবতী পরিবারের সহযোগীতায় এগিয়ে আসতে লাল পতাকা বিশেষ ভূমিকা রাখছে। সূর্যের হাসি ক্লিনিকের মায়ের ব্যাংক, লাল পতাকা উত্তোলন, তিন দিনের পাহারা কার্যক্রমের ফলে মা ও শিশুর মৃত্যুহার দিন দিন কমে আসছে।বক্তারা আরো বলেন মায়ের ব্যাংক নারীর ক্ষমতায়নের প্রতীক। জরুরী অর্থের প্রয়োজনের সময় মায়ের আলোক বর্তিকা হিসেবে কাজ করে। এছাড়া তিন দিনের পাহারা কার্যক্রমের ফলে মা ও নবজাতকের মৃত্যুহার দিন দিন কমে আসছে।বিয়ানীবাজার শাখার আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। বক্তব্য দেন ক্লিনিক ম্যানেজার পলাশ বণিক, প্রশাসনিক সহকারী হোসেন আহমদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, প্যারামেডিক সুজিতা রানী দত্ত, নাজমিন নাহার, সার্ভিস প্রমোটর তরিকুল হক, সুজিত কুমার দাস প্রমুখ। সভাশেষে ক্লিনিক ম্যানেজার পলাশ বণিকের হাতে উপজেলার শ্রেষ্ঠ এনজিও সীমান্তিকের পুরস্কার তুলে দেওয়া হয়।
মায়ের ব্যাংক, লাল পতাকা ও তিন দিনের পাহারা মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিতে ভ’মিকা রাখছে
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ২৮, ২০১৫ | ৬:৪৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »