সিলেটপোস্টরিপোর্ট:বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে সূর্যের হাসি ক্লিনিক বিশ্বনাথ শাখার উদ্যোগে আলোচনা সভায় বক্তারা বলেছেন, গর্ভবতী মার প্রসবের ৩দিন পর্যন্ত মা ও শিশুর মৃত্যু ঝুকি বেশি থাকে। তাদের মৃত্যু ঝুঁকি কমানোর জন্য সূর্যের হাসি ক্লিনিক ৩দিনের পাহারা কার্যক্রম পরিচালনা করে। তিনদিনের পাহারার কারণ হল- প্রসবজনিত জটিলতার কারণে প্রসবের সময় থেকে ৩দিন সময়কালে মা ও নবজাতকের মৃত্যুহার সবচাইতে বেশি। মা-কে পাহারার মাধ্যমে জটিলতা নিরুপন করে জরুরী ভিত্তিতে সেবার ব্যবস্থা নিলে মা ও শিশুকে বাঁচানো সম্ভব হয়।
ক্লিনিক ম্যানেজার মাছুম মিয়ার সভাপতিত্বে ও প্রশাসনিক সহকারী তাজ উদ্দিনের পরিচালনায় বক্তব্য দেন সার্ভিস প্রমোটর সাহেদ আহমদ, সাইদা আফরোজা, প্যারামেডিক লাভলী খাতুন, পাপ্পী রাণী দত্ত, কাউন্সেলর সাইদা আফিফা প্রমুখ।