সিলেটপোস্টরিপোর্ট:বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে সূর্যের হাসি ক্লিনিক কানাইঘাট শাখার উদ্যোগে ক্লিনিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লিনিক ম্যানেজার মোঃ হেলাল আহমদের সভাপতিতে ও সার্ভিস প্রমোটর নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, মায়ের ব্যাংক গর্ভবতী মায়ের জন্য গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী জরুরী সেবা গ্রহণের সহায়ক হিসেবে কাজ করে। একজন গর্ভবতী মায়ের গর্ভকালীন সময়ে এক্লাম্পসিয়া ও রক্তক্ষরণসহ বিভিন্ন জটিলতা দেখা দিলে চিকিৎসার জন্য জরুরীভাবে স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেতে চিকিৎসা ও পরিবহন খরচ বাবদ তাৎক্ষনিক ভাবে টাকার প্রয়োজন। হাসপাতালে বা বাড়ীতে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ সেবাদানকারীর হাতে প্রসব সেবা পাওয়ার জন্য যে অর্থের প্রয়োজন হয় মায়ের ব্যাংক তা তাৎক্ষনিক ভাবে প্রয়োজন মেটাতে সহায়তা করে। প্রসব পরবর্তী ৩ দিন বিভিন্ন জটিলতার কারণে মা ও শিশুর মৃত্যুর আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মাকে দ্রুত হাসপাতালে নিতে হয় এবং তাৎক্ষনিক চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হয় যা মায়ের ব্যাংক এ জমানো টাকা দিয়ে হতে পারে। মায়ের ব্যাংক এর জমানো টাকা মায়ের হাতে থাকার কারণে জরুরী ভিত্তিতে মা তার নিজের স্বাস্থসেবা নিতে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে যা গর্ভবতী মায়ের ক্ষমতায়নের প্রতীক মনে করা হয়।
কানাইঘাট শাখার উদ্যোগে আলোচনা সভায় ক্লিনিক ম্যানেজার হেলাল আহমদের সভাপতিত্বে ও সার্ভিস প্রমোটর নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য দেন, সার্ভিস প্রমোটর বাহার উদ্দিন, প্রশাসনিক সহকারী এমএ সাইদ, প্যারামেডিক শাহানা আক্তার চৌধুরী, রোকসানা খাতুন, শাহানা বেগম প্রমুখ। এদিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার শ্রেষ্ঠ এনজিওর পুরস্কার ক্লিনিক ম্যানেজার হেলাল আহমদের হাতে তুলে দেওয়া হয়।