সিলেটপোস্টরিপোর্ট:আজ সকাল ১০.০০ ঘটিকায় নগরীর ধোপাদিঘীর পারস্থ ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেটের শিশু রাজনসহ দেশব্যাপী সকল শিশু কিশোরদের হত্যার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানব বন্ধন অনুষ্টিত হয়। কলেজ এর অধ্যক্ষ আ.ন.ম. ইয়াহিয়া এর সভাপতিত্তে অনুষ্টিত মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্ণিং বডির চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক শিক্ষা জনাব হাবিবুর রহমান চৌধূরী, প্রভাষিকা দিলরুবা খানম, ফাল্গুনী দাস, উর্মি শারমিন মৌরী, প্রভাষক মইন উদ্দিন আহমেদ মুরছালিন, জহিরুল ইসলাম, সহ কলেজ এর শিক্ষক মন্ডলী, অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশব্যাপী দু®কৃতিকারীদের কতৃক শিশু কিশোরদের নির্মমভাবে পরিচালিত হত্যাকান্ড অভিভাবকমহল সহ দেশ বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও আজও কোন হত্যাকান্ডের সঠিক বিচার হয়নি। ফলে দিন দিন শিশু হত্যার মত ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তিনি অনতিবিলম্বে সকল হত্যাকান্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের অওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্থির জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজ এর মানব বন্ধন অনুষ্টিত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ৯, ২০১৫ | ৫:১২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »