সিলেটপোস্ট রিপোর্ট : এনইচএসডিপির নেটওয়ার্ক-এ ইউএসএআইডি-ডিএফআইডির অর্থায়নে সীমান্তিক পরিচালিত সূর্যের হাসি ক্লিনিক ফেঞ্চুগঞ্জ শাখার আলোচনা সভায় বক্তারা বলেছেন, “কাজের মাঝে শিশু করবে মায়ের দুধ পান সবাই মিলে সব খানে করি সমাধান ’’ এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের আলোচনা সভায় বক্তারা বলেছেন,বাজারে বিভিন্ন ধরনের গুড়ো দুধ আছে এসব কিছুই বাচ্চার জন্য ক্ষতিকর। বাচ্চাকে ঠিকভাবে ধরে ঠিকমতো বুকের দুধ খাওয়ালে বাচ্চার অন্য কিছুর দরকার নেই। তবে এ ক্ষেত্রে মায়ের ধৈর্য্য অবশ্যই থাকতে হবে- যাতে করে অনেক্ষণ ধরে চেষ্টা করে মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান। শালদুধ-ই হচ্ছে শিশুর জীবনের প্রথম ঠিকা, শালদুধ শিশু জন্মের পর মেকোনিয়মে বা নবজাতকের কালো রংয়ের প্রথম মল বের করে আনতে সাহায্য করে। শিশুদের জন্ডিস প্রতিরোধ করে। শিশুর বিকাশমান মস্তিষ্ক, চক্ষুগঠন ও রক্তনালীর জন্য অত্যাবশ্যকীয় ফ্যাটি এসিড শুধুমাত্র মায়ের দুধেই আছে। ফেঞ্চুগঞ্জ শাখার ক্লিনিক ম্যানেজার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও প্রশাসনিক সহকারী মনির উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য দেন সার্ভিস প্রমোটর রুবেল আহমদ, অনুজিত বিশ্বাস, প্যারামেডিক শামিমা আক্তার হেপী, নাজনিন নাহার নাজু, কাউন্সিলর অঞ্জলা রাণী বিশ্বাস প্রমুখ।
শাল দুধ শিশুদের জন্ডিস প্রতিরোধে সাহায্য করে
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১১, ২০১৫ | ৩:২২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »