সিলেটপোস্ট রিপোর্ট:এনইচএসডিপির নেটওয়ার্ক-এ ইউএসএআইডি-ডিএফআইডির অর্থায়নে সীমান্তিক পরিচালিত সূর্যের হাসি ক্লিনিক কোম্পানীগঞ্জ শাখার আলোচনা সভায় বক্তারা বলেছেন, “কাজের মাঝে শিশু করবে মায়ের দুধ পান সবাই মিলে সব খানে করি সমাধান ’’ এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের আলোচনা সভায় বক্তারাগর্ভবতী মাকে প্রতিদিন ৩ বারের পরিবর্তে ৪ বার খাবার দিতে হবে। প্রতিবার অতিরিক্ত খাবার হিসেবে ১ মুঠো ভাত, সঙ্গে অন্যান্য খাবার একটু বেশি পরিমাণে খেতে হবে। মাছ, ডিম, মাংস, কলিজা, সবুজ শাক, ঘন ডাল, রঙিন সব্জি, ফল এবং তেলে ভাজা খাবার খেতে হবে। শিশুর জন্মের এক ঘন্টার মধ্যে অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে। শিশুর জন্মের সাথে সাথে তাকে মায়ের স্তন চুষতে দিতে হবে। মায়ের দুধ ছাড়া শিশুকে পানি, চিনির পানি, মধু, তেল বা অন্য কিছুই খাওয়ানো যাবে না। মা ও শিশুর পজিশন ঠিক রেখে শিশুকে দুধ খাওয়াতে হবে। কোম্পানীগঞ্জ শাখার ক্লিনিক ম্যানেজার মোঃ নুরুল হকের সভাপতিত্বে ও প্রশাসনিক সহকারী মিজানুর রহমান তরকদারের পরিচালনায় বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান, থানা সদর জামে মসজিদ এর ইমাম ও খতিব আমিনুল ইসলাম, অবসর প্রাপ্ত বিডিআর সদস্য মোঃ কামরুজ্জামান, প্যারামেডিক রুজিনা বেগম, সপ্না রানী দাস, সার্ভিস প্রমোটর সাইদুল ইসলাম ও দেমেশ তালুকদার, কাউন্সেলর নাজমা বেগম চৌধুরী প্রমুখ। অনুষ্টানের শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন ম্যাসেঞ্জার আব্দুল মুক্তাদির।
জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১১, ২০১৫ | ৩:২৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »