সিলেটপোস্টরিপোর্ট:কিশোর রাজন হত্যাকারীদের ফাঁসির দাবীতে ‘ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব’ সিলেট বিভাগ ও জেলা উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন পালন করা হয়।উক্ত মানববন্ধনে ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব সিলেট জেলা ও বিভাগের সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে এবং শেখ খালিদুর রহমান সাইদের পরিচালনায় বক্তব্য রাখেন রাজনের পিতা আজিজুল ইসলাম, ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব’র সদস্য জুদেন আহমদ চৌধুরী, সাংবাদিক শাহীন আহমদ, এডভোকেট দিপক রঞ্জ দত্ত, সাদিক আহমদ, নাবিনুর চৌধুরী ইমন, তানুন খান, এম বাবর লস্কর, শেখ তোফায়েল আহমদ সেফুল, জয়নাল আবেদীন, রিকছানুল হক রণি, মাহবুব খান, হারুনুল ইসলাম নিপন।অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রুহুল ইসলাম মিঠু, বেলায়েত আহমদ বেলায়েত, ফরহাদ আহমদ, সামসুল আসলাম, রিপন আহমদ চৌধুরী গুঞ্জন, রুবেল আহমদ, হাফিজ আলতাফ হোসেন, ফয়জ উদ্দিন ও এম এহছানুল করিম প্রমুখ।
রাজন হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১৩, ২০১৫ | ৫:২৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »