সিলেটপোস্টরিপোর্ট:মদন মোহন কলেজে ছাত্রলীগ কর্মী আবদুল আলী হত্যার ঘটনায় প্রধান হোতা প্রণজিতের পর এবার আরেক হোতা আঙুর মিয়ার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালত-৩ এর বিচারক আনোয়ারুল হক তার রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন ৫ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।নগরীর কোতোয়ালী থানার সেকন্ড অফিসার ফায়াজ উদ্দিন আঙুরের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গতকাল বৃহস্পতিবার আবদুল আলী হত্যাকান্ডের প্রধান হোতা প্রণজিতের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।গত বুধবার মদন মোহন কলেজে পূর্ব বিরোধের জের ধরে প্রণজিতের নেতৃত্বে ছাত্রলীগ কর্মী আবদুল আলীকে ছুরিকাঘাত করা হয়। পরে ওসমানী হাসপাতালে মৃত্যু হয় আলীর। এ ঘটনায় ওইদিন বিকেলেই প্রধান হোতা প্রণজিতকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে আঙুর মিয়াকে আটক করা হয়।নিহত আবদুল আলী মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। এ হত্যাকান্ডের ঘটনায় তার বাবা আলখাস মিয়া বাদী হয়ে ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছেন।
ছাত্রলীগ কর্মী আলী হত্যা: প্রণজিতের পর আঙুরের রিমান্ড
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১৪, ২০১৫ | ৫:৩০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »